সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা। আপসহীন নেত্রীর মৃত্যুতে এনসিপির পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে নাহিদ ইসলামসহ নেতারা শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ সময় নাহিদ বলেন, খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

