আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমইটি'র শোক

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার মৃত্যুতে অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমইটি'র শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন, বিএমইটি।

মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা স্বাক্ষরিত গণমাধ্যমে এ শোক বার্তা পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসময় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এছাড়া, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।

শোক বার্তায় আরো বলা হয়, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমইটি'র পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা রইলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...