আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার চিরবিদায়ে শোকাতুর ক্রীড়াঙ্গন

স্পোর্টস রিপোর্টার

খালেদা জিয়ার চিরবিদায়ে শোকাতুর ক্রীড়াঙ্গন

ভোরের আলো না ফুটতেই খবর এলো—তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সকাল ৬টায় মৃত্যুবরণ করেন তিনি। এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। খালেদা জিয়ার চিরবিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ক্রিকেটের বিশ্বমঞ্চে পদার্পণ, ফুটবলে সাফল্য থেকে শুরু করে দেশের ক্রীড়া অবকাঠামো নির্মাণে খালেদা জিয়ার অবদান স্মরণ করে শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ (বিওএ) দেশের ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো। খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে স্থগিত করা হয়েছে মাঠের চলমান সব খেলা। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তম্ভিত হয়ে পড়ে পুরো ক্রীড়াঙ্গন।

বিজ্ঞাপন

বাফুফের শোক বার্তা : শোক বার্তায় বলা হয়, খালেদা জিয়া আজীবন বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং মানবতার পক্ষে এক দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি যে সংগ্রাম ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সম্পাদক, বাফুফের সব স্থায়ী কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোক বার্তায় তার লিখেছে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের রাজনীতির এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ও ত্যাগের জন্য বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্মরণীয় হয়ে থাকবেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালে বিওএর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে খালেদা জিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেশের ক্রীড়ার উন্নয়ন এবং বিওএর কার্যক্রম পরিচালনায় উৎসাহ ও প্রেরণা জুগিয়েছে। অসাধারণ নেতৃত্ব ও গুণাবলির জন্য বিওএর প্রতিটি সদস্য ও কর্মকর্তার হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। এক শোক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে হকি ফেডারেশন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ) : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অ্যাথলেটিক ফেডারেশন। তাদের শোক বার্তায় বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেত্রী এবং জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ) : খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে টেনিস ফেডারেশন। শোক বার্তায় তারা বলেছেন, তিনি বাংলাদেশের রাজনীতির একজন দৃঢ় ও প্রভাবশালী নেত্রী ছিলেন। দেশ ও জাতির কল্যাণে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেত্রীকে হারাল।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন : খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাইক্লিং ফেডারেশন।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন : তাদের নির্বাহী কমিটিও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

অন্যান্য ফেডারেশন ও সংস্থা : বাংলাদেশ উশু ফেডারেশন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নির্বাহী কমিটি, কর্মকর্তা, কর্মচারী, খেলোয়াড়, কোচ ও রেফারিরা পৃথক এক শোক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন এক শোক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

বাংলাদেশ কারাতে ফেডারেশন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। বাংলাদেশ ক্যারম ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক—জাতির জন্য এক আলোকবর্তিকা।

ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি, কর্মকর্তা, কোচ এবং খেলোয়াড়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব এক শোক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়েছে। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্লাব এবং ক্রীড়াবিদরাও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: