আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল: উপদেষ্টা আসিফ

আমার দেশ অনলাইন
ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে সহাবস্থান রয়েছে, তা সুন্দর রাখতে সবার দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে সহাবস্থানমূলক সম্পর্ক, সেই সম্পর্ক যেন আমাদের কোনো সিদ্ধান্ত দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এই সম্পর্কটিকে সুন্দর ও স্থিতিশীল রাখতে হলে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল। আমার ধারণা, তাকে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভুলভাবে পরিচালিত করা হয়েছে এবং এখনো তাকে সে পথে চালিত করা হচ্ছে।’

দক্ষিণ সিটি কর্পোরেশন সংক্রান্ত একটি সিদ্ধান্তের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এই বিষয়ে এককভাবে আমার কোনো সিদ্ধান্ত ছিল না। আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ। সেখান থেকে সিদ্ধান্ত আসে, আর আমি দায়িত্বে থাকার কারণে সেটি বাস্তবায়নের কাজ করেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন