সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আজকে দেশের একটা কঠিন সময় আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার বক্তব্যে জাতি অনেক বেশি আশান্বিত হয়েছে। এজন্য এবার একটা সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ হবে।
শনিবার রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বক্তব্যের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থান একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। তাদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কন্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ প্রমুখ। কোরআন তিলাওয়াত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন
মুছাব্বির হত্যা: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য