খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে, ১৭ জানুয়ারির পর নতুন সিদ্ধান্ত: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ২৩: ২৩

বিএনপি চেয়ারপারন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট আগামী ১৭ জানুয়ারির মধ্য শেষ হলে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি অধীনে ন্যাপ্রোলজি ও লিভার ট্রান্সপান্টসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে কিছু রিপোর্ট বায়োকেমিকেল রিপোর্ট করা হচ্ছে। বিশেষ করে শারিরীক যে সমস্ত অসুবিধা চিলো তার মধ্য ক্রনিক লিভার, কিডনি ও হার্ডের ডিজিষ্ট পরীক্ষা এখনও শেষ হয়নি।

বিজ্ঞাপন

ডা. জাহিদের আশা এই পরীক্ষাগুলো শুক্রবারের মধ্য শেষ হবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে জানান তিনি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশে অসুস্থ থাকা অবস্থায় ১৮ কোটি মানুষ পাশে ছিল কিন্তু নিকট আত্নীয় কেউ ছিল না। এখন নিকট আত্নীয় সবাইকে কাছে পাওয়ায় তিনি মানসিকভাবে বেশ প্রফুল্ল আছে।

এখানাকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। স্থানীয় বিএনপির সকল নেতাকর্মী খোঁজ রাখছেন। খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন।

উল্লেখ্য- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান। ওইদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর এরই মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সেসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তাঁর চিকিৎসা চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত