পাহাড়ে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৭: ৩৩

খেলাফত মজলিসের নির্বাহী বৈঠকে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, প্রোপাগাণ্ডা ছড়িয়ে পাহাড়ি-বাঙালীর মধ্যে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে খুন ও অরাজকতা সৃষ্টি করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, সাধারণ জনগণের নিরাপত্তায় পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনীর ক্যাম্প বৃদ্ধি ও টহল জোরদারের বিকল্প নেই। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালীন দেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি করা বাংলাদেশের বিরুদ্ধে দেশ-বিরোধী চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ। দেশপ্রেমিক জনগণকে এ ব্যাপারে আরো সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

খেলাফত মজলিস নেতারা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপশক্তির ষড়যন্ত্র তত বৃদ্ধি পাচ্ছে। গণঅভ্যুত্থান বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই আইনি ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। পেশী শক্তির দাপট ও কালো টাকার প্রভাব রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজায় অব্যাহত ইসরাইলী গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, গাজা অভিমুখী বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজের টিমকে গতিরোধ ও গ্রেফতার করে ইসরাইল মানবতার ইতিহাসে নিকৃষ্ট কাজ করেছে। অবৈধ ও দখলদার রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত