আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি গণসংহতির

স্টাফ রিপোর্টার
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি গণসংহতির
ছবি: সংগৃহীত।

ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন (জিএএ)। বিবৃতিতে, দলটি ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের বিচার দাবি করেছে।

শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদীকে নির্বাচনি প্রচারণা চালানোর সময় গুলি করার ঘটনা অত্যন্ত আতঙ্কজনক। নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেখানে সরকারের সারা দেশে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা, সেখানে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব হচ্ছে। সরকার ও পুলিশ প্রশাসনকে এর জন্য জবাব দিতে হবে।

তারা আরো বলেন, অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন