ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন (জিএএ)। বিবৃতিতে, দলটি ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের বিচার দাবি করেছে।
শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদীকে নির্বাচনি প্রচারণা চালানোর সময় গুলি করার ঘটনা অত্যন্ত আতঙ্কজনক। নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেখানে সরকারের সারা দেশে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা, সেখানে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব হচ্ছে। সরকার ও পুলিশ প্রশাসনকে এর জন্য জবাব দিতে হবে।
তারা আরো বলেন, অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতিতে তারা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

