যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরেই কথা বলছে : আমীর খসরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪২
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫১

যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চোধুরী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনও রয়ে গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই বলেও মনে করেন বিএনপির এ নেতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছু মানুষ শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে। যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে। দাবি না মানলে নির্বাচনে যাবো না এমন বক্তব্য অগণতান্ত্রিক।

যে সব সংস্কারে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো বাস্তবায়ন করার পক্ষে মত দেন আমীর খসরু।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত