আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুক্রবার

স্টাফ রিপোর্টার

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুক্রবার

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারা দেশের সদস্যরা অংশগ্রহণ করবেন।

সকাল ৮টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ও বরেণ্য মেহমান এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে বেলা একটায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে।

বিজ্ঞাপন

স্বল্প বিরতির পর দুপুর দুইটা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলনের কার্যক্রম শেষ হবে।

বুধবার সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন