আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদিকে হত্যা করা হয়েছে নির্বাচন বানচাল করতে: আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার

হাদিকে হত্যা করা হয়েছে নির্বাচন বানচাল করতে: আব্দুস সালাম

হাদিকে হত্যা করা হয়েছে নির্বাচন বানচাল করতে। আমরা হাদির রক্তকে ব্যর্থ হতে দিব না। আমরা আন্দোলন করে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সেই হাসিনার হম্বিতম্বি শুনতে রাজি নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম । আমাদের সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে।

শুক্রবার জাতীয় প্রসক্লাবে ডেমরা- যাত্রাবাড়ী গ্যাস সংকটের প্রতিবাদে নাগরিক সমাজ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সালাম বলেন, হাদি একটি বিপ্লবের কথা বলতেন। তিনিও মনে করতেন জুলাই একটা গনঅভ্যুত্থানে ছিল। একটা পূর্ণাঙ্গ বিপ্লবের প্রস্তুতি। আমরা বার বার বলেছি, আপনি প্রশাসনে ফ্যাসিস্টদের ভূতকে বসিয়ে রাখবেন, আর তারা সবকিছু ঠিকঠাক করতে দিবে? আপনারা তখন আমাদের কথা শুনেন নাই।

জুলাইয়ের স্প্রীট থাকতে থাকতে ফ্যাসিস্টদের সব জায়গা থেকে বিতাড়িত করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে আবারও জুলাইয়ের স্প্রীট ফিরিয়ে আনতে হবে। যেসব জ্ঞানীগুনি লোকজন বলেছিল, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া অবিচার হবে। হাদীর খুনের জন্য এই বুদ্ধিজীবীদের জবাব দিতে হবে। মা এবং মেয়ের খুনিদের গ্রেফতার করলেন কয়েক ঘন্টার মধ্যে। আর হাদীর খুনিদের আপনারা কয়েকদিনেও গ্রেফতার করতে পারলেন না? তার মানে শর্ষের ভিতর ভুত রয়েছে।

বিএনপিকে ঠেকাতে পরিকল্পনা করছেন! অথচ আপনাদের এই পরিকল্পনার মধ্যে ফ্যাসিবাদীরা ঢুকে পরেছে। আজকে শুধু ডেমরা-যাত্রাবাড়ীর গ্যাসের সংকট নয় সারা ঢাকার শহরে একই অবস্থা। মানুষ আন্দোলন করেছিল, চিকিৎসা, খাবার, বস্ত্রসহ মৌলিক চাহিদা পূরণ করতে। আজ আপনাদের অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের জন্য পাগল হয়েছে। মধ্যবিত্তরাই জানে কি অবস্থা। দিন আনে দিন খায়, তারা বলতে পারবে দেশের কি অবস্থা। আর কিছু দিন গেলে মানুষ না খেয়ে মারা যাবে। আজকে গার্মেন্টসসহ সবকিছু স্থবির হয়ে যাচ্ছে। কোথাও কোন দেশি বা বিদেশি বিনিয়োগ আসতেছে না।

তিনি আরও বলেন, দেশটাকে একটা সিস্টেমে নিয়ে আসেন। সবাইকে ডেকে জাতীয় ঐকমত্য সৃষ্টি করেন। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। একটি নির্বাচিত শক্তিশালী সরকার দরকার হবে। আজকে কেন খুনি পালিয়ে যায়? কেন সীমান্ত বন্ধ করে দেওয়া হলো না? ভারতের সাথে ডিল করতে একটি শক্তিশালী সরকার দরকার। রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। বিপ্লব শেষ হয়ে যায় নাই। চূড়ান্ত বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেমরা-যাত্রাবাড়ী এলাকার নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন