আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ। এরই অংশ হিসেবে গাজীপুরের চান্দনা চৌরাস্তার ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র জনতা। একপর্যায়ে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচল দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

এর আগে গতকাল সন্ধ্যার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে রাতেই শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

আজও সারা দেশের মতো গাজীপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জনতা। প্রায় দেড়ঘণ্টা পর ছাত্র জনতা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন