আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ঢাকা-৮ (রমনা–মতিঝিল) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।

রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে দলের উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, অফিস সহকর্মী মোহাম্মদ এনায়েতসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মাওলানা ফয়সালকে ঢাকা-৮ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলীয় প্রতীক ‘রিকশা’ মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ঢাকা-৮ আসনে মাওলানা মুহাম্মদ ফয়সালের নির্বাচনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দলটি জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন