জমিয়ত কর্মীদের জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১: ০৮

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সুনামগঞ্জ জেলার স্থানীয় একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে জমিয়তের নেতাকর্মীদের জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশকে সংগঠনটি ‘দুঃখজনক, অযাচিত ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছে।

বিজ্ঞাপন

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, ‘ঘটনার সঙ্গে জমিয়তের কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই। এটি একটি নিরপেক্ষ সামাজিক সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জমিয়তের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।’

তিনি আরো জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদপত্রের প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধনী প্রকাশ করবেন বলে আশ্বাসও দিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে সকলকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত