ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক শুভেচ্ছা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তফসিল ঘোষণার পর টিএসসি চত্বর থেকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রোকেয়া হলসংলগ্ন যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির ইতি টানে ছাত্রদল।
মিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘২০২৬, মার্কা মোদের ধানের শীষ’, ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘বিগত চারটি জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালের ‘আমিডামি’ নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভোট দিতে পারিনি। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে আমরা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবো। পাশাপাশি আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবো।’
সমাবেশে আরো বক্তব্য দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের প্রথম ভোটাধিকার, বিগত তিনটি জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে বঞ্চিত করার মাধ্যমে দেশে এক ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ দমন-পীড়নের সময় পার হয়ে এখন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে এগিয়ে চলেছি, যেখানে প্রথম ভোটের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অন্যতম লক্ষ্য।”
মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা তফসিল ঘোষণাকে ‘নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা’ হিসেবে উল্লেখ করেন।

