ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়ে যা জানালো বিএনপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘোষিত আসনে প্রার্থী পরির্বতনের সম্ভাবনা খুবই কম।
বৃহস্পতিবার গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরআগে ২৩৭ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। আজ ফাঁকা আসন গুলোর মধ্যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো দলটি। মাদারীপুর শিবচরে আসনে প্রার্থী পরির্বতন করে নতুন একজনকে দিয়েছে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com