নির্বাচনি সফরের দ্বিতীয় পর্বে সোমবার খুলনা বিভাগের বিভিন্ন জেলায় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। টানা তিনদিনের এই সফরে ময়ময়নসিংহ বিভাগের জেলাগুলোতেও যাবেন তিনি। এ সময় জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, ২৬ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া, মেহেরপুরে দুপুর ১২টায়, চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টায়, ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াত আমিরের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হবে। এসব জনসভা শেসে জামায়াত আমির যশোরে রাত্রিযাপন করবেন।
২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোরে, সাাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বেলা সাড়ে ৩টায়, বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে জামায়াত আমির সড়ক পথে ঢাকায় রওনা হবেন।
পরদিন ২৮ জানুয়ারি সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেলে সাড়ে ৪টায় মোমেনশাহীতে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
এর আগে গত ২২ জানুয়ারি ঢাকায় নিজ আসনে জনসভার মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু করেন জামায়াত আমির। পরে ২৩ ও ২৪ তারিখে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এবং রোববার ঢাকায় তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

