মেঘমল্লার বসুকে দেখতে গিয়ে সুস্থতা কামনা করলেন ফরহাদ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৮
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। গতকাল তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় মেঘমল্লারকে দেখতে হাসপাতালে ছুটে যান তার প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদ।

বুধবার মেঘমল্লারকে দেখতে যান ফরহাদ। বের হয়ে একটি ছবি শেয়ার করে, সেখানে ক্যাপশন দিয়েছেন- মেঘ দা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন।আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার লড়াইটা আমাদের সবার। মেঘমল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন

এর আগে মেঘ তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত