আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থনৈতিক সম্মেলনে আমির খসরু

অর্থনীতির সুফল জনগণের পরিবর্তে একটা গোষ্ঠীর হাতে চলে গেছে

স্টাফ রিপোর্টার

অর্থনীতির সুফল জনগণের পরিবর্তে একটা গোষ্ঠীর হাতে চলে গেছে
ফাইল ছবি

বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের সুফল সাধারণ জনগণের কাছে না গিয়ে একটি গোষ্ঠীর কাছে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আমির খসরু বলেন, ‘অর্থনীতি গণতন্ত্রের অংশ হতে হবে এবং এটি জনগণের কল্যাণে ব্যবহার হতে হবে। যতদিন পর্যন্ত অর্থনীতি শুধু এক-একটি গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত দেশের সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবে না। অর্থনীতির গণতন্ত্রায়ণ করা ছাড়া দেশের আর্থিক পরিস্থিতির সার্বিক উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, ‘এ জন্য আমাদের নতুন একটি অর্থনৈতিক মডেল গড়ে তুলতে হবে, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে সব জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে দেশের গ্রামীণ জনগণও উন্নতির পথে এগিয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

বিপুল পরিমাণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যেও, যদি সেই উন্নয়ন শুধু একটি বিশেষ গোষ্ঠীর হাতে থাকে, তাহলে তা জনগণের জন্য কোনো মূল্য তৈরি করবে না। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে দেশের গ্রামীণ জনগণও উন্নতির পথে এগিয়ে যেতে পারে।

উদ্যোক্তাদের জন্য গ্লোবাল একসেস নিশ্চিত করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ ওভাররেগুলেটেড কান্ট্রি। এটা শুধু এখানেই আছে, অন্য কোনো দেশে নেই। এক অফিস থেকে আরেক অফিসে উদ্যোক্তাদের ঘোরাঘুরি করতে হয়। আমরা ব্যবসায়ীদের মুক্ত করতে চাই। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য সিঙ্গেল উইন্ডো চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন