বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ ও যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষে কুমিল্লার মুরাদনগরের সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ স্থানীয় নেতাকর্মীদের বুধবার বিকেলে এ নির্দেশনা দেন।
নির্দেশনার ব্যাপারে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সুস্থ ও নিরাপদভাবে যেন দেশে ফিরতে পারেন সেজন্য মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাছে দোয়ার উদ্দেশে এ নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র ছিল এখনও সে ষড়যন্ত্র বিদ্যমান। যার ফলে দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে। তিনি আজ লন্ডন ছেড়ে আগামীকাল সকাল ১০টায় ঢাকায় অবতরণ করবেন। মুরাদনগরের সর্বস্তরের জনগণকে বিশেষ করে মসজিদ ও সকল মাদ্রাসায় তারেক রহমানের নিরাপদ সফরের জন্য মহান আল্লাহর নিকট দোয়ার আয়োজন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

