আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

স্টাফ রিপোর্টার
বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশের মেধাবী বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে পাকিস্তানি শাসকেরা দেশকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করে তোলে। এ সুযোগ কাজে লাগিয়ে স্বাধীনতার পরপরই সুবিধাবাদী একটি গোষ্ঠী ‘মুজিববাদ’ নামক ফ্যাসিবাদী মতাদর্শ প্রতিষ্ঠায় সক্রিয় হয় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ।

রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত ‘‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও প্রজন্মের চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাঈম আহমাদ বলেন, ইতিহাসকে বিচ্ছিন্নভাবে নয়, বরং বর্তমান বাস্তবতার সঙ্গে মিলিয়ে পাঠ করতে হবে। ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে যেভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, ঠিক একই কৌশলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও দেশপ্রেমিক ও প্রতিবাদী কণ্ঠস্বরদের নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশ্যে গুলি, বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর হামলা ও আপ বাংলাদেশ নেতা তাহমিদকে হত্যা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুন্সী আব্দুল আলীম বলেন, নতুন বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যেই হাদি, আবরার ফাহাদ, তাহমিদসহ জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই।

যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক আহসান উল্লাহ, কেন্দ্রীয় সদস্য মাওলানা রিদওয়ান হাসান ও জাহিদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব কাজী সালমান, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মোস্তফা শওকত ইমরান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শাহজাদা মো. ইউসুফ, যাত্রাবাড়ী থানার সদস্য সচিব মনিরুজ্জামান ফাহিম এবং মহানগর দক্ষিণের সদস্য মোহাম্মদ রাকিব ও সম্রাট মোল্লা।

আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন