উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাতের পর তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিঁছিয়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না।
এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। এরপর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি যদি ভ্রমণ উপযোগী থাকে তাহলে আগামী রোববার তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

