বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু নেই। তিনি তার কর্মের জন্য বাঙালি জাতির কাছে অমর হয়ে থাকবেন। বাঙালির অন্তরে ধানের শীষের মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।
বুধবার বিকেলে নাটোর সদরের দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি। দেশ ও জাতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

