অস্ট্রেলিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রবাস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া শাখার উদ্যোগে সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভিক্টোরিয়া শাখার আহবায়ক মো: রহমত উল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল রব। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফেজ মাহমুদ।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ অমি ফেরদৌস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ঢাকা মহানগর উত্তর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী মৃধা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মশিউর রহমান তুহিন, সদস্য সচিব, মো. জাহিদুর রহমান।

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিযর সহ-সভাপতি ইয়াসিন আলী তার বক্তব্যে বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ,তিনি আমন্ত্রিত সকলকে অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাঠিতেও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ অতিথি মোহাম্মদ অমি ফেরদৌস উল্লেখ করেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের মানুষের কল্যাণ ও মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। গত ১৭ বছরে সদস্যরা কঠোর পরিস্থিতির মধ্যেও সংযুক্ত থেকে জনগণের সেবায় অবিচল থেকেছেন।”

তিনি দলের সদস্যদের ধৈর্য, সাহস ও একতার জন্য প্রশংসা জানান এবং ভবিষ্যতে আরও সক্রিয় থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আমিনুল হক, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা উত্তর।

তিনি বলেন আমাদের সামনে জাতীয় নির্বাচন, সেই লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাই যেন একযোগে কাজ করতে পারে আমাদের সেই লক্ষ্যে কাজ করা উচিত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মো. রহমত উল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন অত্যন্ত গৌরবময় একটি ইতিহাস রয়েছে আর তাই এ সংগঠনকে মানুষের সেবায় নিয়োজিত করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন আরিফ খান সহ-সভাপতি অস্ট্রেলিয়া বিএনপি, জনাব তৌহিদ পাটোয়ারী সাবেক সাধারণ সম্পাদক বিএনপি ভিক্টোরিয়া, আশিক মালিক বিপুল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি ভিক্টোরিয়া, বিএনপি নেতা হাফেজ মাহমুদ, মোহাম্মদ ওমর, মোহাম্মদ মাসুম, জনাব রাশিদুল আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার যুগ্ন আহবায়ক আলমগীর কবির চৌধুরী, ইমরান হোসেন এলান, পারভেজ সুমন,সোহাগ সরকার নিলয়, হাবিবুর রহমান, মামুন হোসেন মির্জা সাইফুল, খাইরুল সাদমান অংকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত