সর্বদলীয় বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের প্রবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৬

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকেলে প্রবেশ করে প্রতিনিধি দলটি। এতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ বিকেল চারটায় একটি সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। বৈঠকের সভাপতিত্বে করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক চলবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত