আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার

ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ

ফেনী-২ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে বাছাইয়ের নির্ধারিত সময়ে যাচাইবাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা খান মঞ্জুকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন মঞ্জু। এই আসনে মঞ্জুকে সমর্থন দিয়ে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।

বিজ্ঞাপন

নতুন ধারার রাজনৈতিক দল আমার বাংলাদেশ (এবি) পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী গ্রামে। মঞ্জুর বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। শৈশবে বাবাকে হারিয়ে মঞ্জু বড় হয়েছেন সংগ্রামী মায়ের তত্ত্বাবধানে। ছয় ভাইবোনের সবাই সামজিক ও পারিবারিকভাবে প্রতিষ্ঠিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মঞ্জু চাকরিজীবন শুরু করেন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে। পরে দিগন্ত টিভির সঙ্গে যুক্ত হয়ে উপনির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া শৈশব থেকে রাজনীতিসচেতন এবং রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে অগ্রসর পরিবারের সন্তান মঞ্জু একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সুনামের সঙ্গে। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক মজিবুর রহমান মঞ্জু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন কাউন্সিলর।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন