আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর: ইরান

স্টাফ রিপোর্টার

হাদি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর: ইরান

ফ্যাসিবাদী অপশক্তির গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান স্বাক্ষরিত এক শোকবার্তায় ডা. ইরান বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। অন্যায়, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যু গণতন্ত্রকামী জনগণ ও মুক্তিকামী তরুণ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী গুলিবর্ষণের শিকার হয়ে বিদেশের মাটিতে চিকিৎসাধীন অবস্থায় একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক বাস্তবতার ভয়াবহ চিত্র ভুটে উঠেছে। এটি কেবল একটি ব্যক্তির মৃত্যু নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আরও বেগবান হবে এবং তার ত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় ডা. ইরান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল বাকশালী সন্ত্রাসীগোষ্ঠী ও পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন