ভালো নির্বাচন আয়োজনে এবি পার্টির ৯ দফা প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১: ০০

ভালো নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের কাছে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার নির্বাচন ভবনে গিয়ে দলটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

দলটির প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার শঙ্কার কথা উল্লেখ করে ভোটকেন্দ্রে স্কুলশিক্ষার্থীদের দায়িত্ব পালনের প্রস্তাব, নির্বাচনী ব্যয় কমাতে ইসির কিছু দায়িত্ব গ্রহণ, খোলা স্থানে ভোটকেন্দ্র স্থাপন এবং দ্বৈত নাগরিকত্ব (ডুয়েল সিটিজেনশিপ) থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা।

বিজ্ঞাপন

এছাড়া ভালো নির্বাচন আয়োজনে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানায় এবি পার্টি। একই সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর কার্যকারিতা দৃশ্যমান করারও দাবি তোলে দলটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত