মুক্তির গণবিপ্লবের মাঝেই এপোলো জামালী বেঁচে থাকবেন: সাইফুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২১: ০৩

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই গণসংগীত শিল্পী এপোলো জামালী (আবদুল্লাহ আল মাহামুদ জামালী) বেঁচে থাকবেন।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এপোলো জামালীর মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এপোলো জামালী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

গত ২ মার্চ (রোববার) দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার সকালে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হকের নেতৃত্বে এপোলো জামালীর মরদেহে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতারা। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক, শ্রেণীপেশার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, গণফোরাম, বাংলাদেশ জাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গগণতান্ত্রিক বাম ঐক্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য, জেএসডি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, বাসদ- মাহবুব, স্বাধীনতা পার্টি, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদসহ রাজনৈতিক দল ও সংগঠন, গণসংষ্কৃতি ফ্রন্ট, সংহতি সংস্কৃতি সংসদ, উদীচী, বিবর্তন, ভাসানী পরিষদ, বিপ্লবী কৃষক সংহতি, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী যুব সংহতি, বিপ্লবী ছাত্র সংহতি, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি, আখচাষী ইউনিয়ন, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি, এসএসপি সহ বিভিন্ন শ্রেণি পেশার সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া বিপ্লব ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর, শিল্পাঞ্চল কমিটি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাংগাইল, নাটোর, বরিশাল, দোহারসহ বিভিন্ন জেলা/উপজেলার পক্ষ থেকে এপোলো জামালীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত