আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার ইন্তেকালে খেলাফত মজলিসের আমিরের শোক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

খালেদা জিয়ার ইন্তেকালে খেলাফত মজলিসের আমিরের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে এক বার্তায় আমিরে মজলিস মরহুমার রুহের মাগফিরত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আমিরে মজলিস আরো বলেন, বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরিশীলিত রাজনৈতিক ভাষা ও সংযমবোধ তাঁর ব্যাক্তিত্বকে আরো মর্যাদাবান করেছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া আপসহীন ভূমিকা পালন করেছিলেন। দেশ ও মানুষের জন্য তার এই সংগ্রাম জাতি আজীবন স্মরণে রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন