আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আছিয়ার বাবার নাম ফেরদৌস। তিনি পেশায় কৃষক ও ভ্যানচালক। আদরের ছোট্ট মেয়ের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি বাবা। এমন ভয়ংকর মানসিক আঘাতে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরে তাৎক্ষণিক বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার নিজ দায়িত্বে আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করেন ডা. রফিকুল।

উল্লেখ্য, গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৮ মার্চ তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে মারা যায় শিশুটি। আছিয়ার চিকিৎসার শুরু থেকেই চিকিৎসা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন