জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকরা সমানভাবে বিবেচিত হবে: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১: ৪১

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা ৮ আসনের প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের নাগরিকরা কোন ধর্মের মানুষ তা যাচাই করা হবেনা। এখানে ধর্মের ভিত্তিতে কেউ ব্যবহার হবে না, নাগরিক হিসেবে সবাই সমানভাবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত নারী ভোটারদের নিয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ব্যাংক শরীয়াহ অনুযায়ী পরিচালিত হলেও সব ধর্মের নাগরিকেরাই এর সেবা পেয়ে থাকে। সেখানে কে কোন ধর্মের বিবেচনা করা হয় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও সমানভাবে সবার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ড. হেলাল উদ্দিন আরো বলেন, নির্বাচিত হলে উন্নত বিশ্বের মতো সংসদে সিটি ম্যাজিস্ট্রেসি আইন বিল উত্থাপন করা হবে। যে আইনের মাধ্যমে এলাকায় আরো যত উন্নয়ন কাজ আছে সংসদ সদস্যদের মাধ্যমে সবগুলো একসঙ্গে নোট পাশ করা হবে। এতে করে রাষ্ট্রের ব্যয় কমবে, দুর্নীতি রোধ করা সম্ভব হবে। যদি দুর্নীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে পাঁচ বছর নয়, এক বছরে দেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।

রমনা থানা আমির মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। রমনা থানা অর্থ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় রমনা থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় কয়েকশ নারী অংশগ্রহণ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত