ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচন ও গণভোটের এই তফসিলকে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে আমার দেশকে তিনি এ কথা বলেন।
সাইফুল হক আমার দেশকে বলেন, তফসিলকে স্বাগত জানাই। ১৭ বছর অপেক্ষার পর ঐতিহাসিক সেই নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা হলো। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের বহুল প্রতীক্ষার নির্বাচন একটি মাইলফলক হিসেবে দেখছি। জুলাই গণঅভ্যুথানের জন-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সাথে গণভোটের তারিখ ঘোষণাও একটি ঐতিহাসিক মাইলফলক। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাই।
তবে নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ আস্থার জায়গা পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন জননিরাপত্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি-না সেটি নিয়ে শঙ্কা রয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মাঝে হওয়া সংঘর্ষও তার কাছে শঙ্কার অন্যতম কারণ।
এ সময় পুলিশ এখনও পেশাদারিত্বে ফিরতে পারেননি মন্তব্য করে তিনি বলেন, যত কিছুই হোক এরপরও আমরা মনে করি, রাজনৈতিক দল, সরকার ও জনগণ সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এবং গণভোট আয়োজন করব। যার মাধ্যমে বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক দেশে পরিণত হবে।

