জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে: জাগপা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৯: ৩০

জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানিয়েছেন ৮ টি যুব সংগঠন। একই সাথে জুলাই সনদ ঘোষণার ছাড়া জাতীয় নির্বাচন না করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

মঙ্গলবার শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ সহ জাগপার ৭দফা দাবী প্রেক্ষিত বিভিন্ন বন্ধুপ্রতীম যুব সংগঠনের সাথে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‎নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারকে পিলখানা, শাপলা, মোদি বিরোধী আন্দোলন ও জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদে কথিত ভারতপন্থীদের কারনে জুলাই সনদ ঘোষণা ও নির্বাচন নিয়ে দেশে নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে।

‎নেতৃবৃন্দ আরো বলেন, দেশের যুব সমাজ অতীতের সরকার গুলোর শাসনামলে ইশতেহারের নামে প্রতারিত হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে যুবকদের কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ গুলোকে স্পষ্ট করতে হবে। যুবকরা মনে করে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাবদিহিতা মূলক সরকার নির্বাচিত করতে হবে।

‎যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ওলীউল আনোয়ার এর পরিচালনা বক্তব্য রাখেনইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এসিস্ট্যান্ট সেক্রেটারি, মুহাম্মদ ইলিয়াস হাসান, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ, মাওলানা নেছার উদ্দিন হুজাইফ, যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক, মো. সবুজ সেরনিয়াবাদ, জাতীয় যুবশক্তি (এনসিপি) ১নং যুগ্ম সচিব নিশাত আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সভাপতি আব্দুল্লাহ আশরাফ, প্রকাশনা সম্পাদক, শহিদুল ইসলাম পাপন, যুব আন্দোলন এনডিএম সভাপতি আদনান সানি, দপ্তর সম্পাদক, মোহাম্মদ তরিকুল ইসলাম, ন্যাশনাল যুব মিশন সমন্বয়ক শরিফুল ইসলাম, যুব অধিকার পার্টি (পিআরপি) সভাপতি, মোঃ নজরুল ইসলাম সজীব, এ বি যুব পার্টি দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, যুব জাগপা নেতা জনি নন্দী, মো. ডালিম প্রমূখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত