দীর্ঘ ২১ বছর পর সমৃদ্ধ জনপদ কুমিল্লার চৌদ্দগ্রামে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ৮টার ২০ মিনিটে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন তিনি।
তারেক রহমানের জনসভা ঘিরে কুমিল্লা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন তারা।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এ সফর একদিকে দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও সুসংহত করবে, অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

