বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৭: ৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপি'র পক্ষ থেকে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন— যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে, NIMD এর পক্ষ থেকে কারা বৈঠকে উপস্থিত ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বৈঠক শেষে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে আন্তর্জাতিক একটি সংস্থার সঙ্গে বিএনপি'র এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত