বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, উচ্চ আদালতের যুগান্তকারী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শক্তি জনগণের ভোটের অধিকার হরণ করতে পারবে না। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিয়ে কেউ আর ছিনিমিনি খেলার সাহস পাবে না।
বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট ও কলাবাগান এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার অসীম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার রায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ভবিষ্যতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কেউ আর জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না।
তিনি আশা প্রকাশ করেন যে বর্তমান সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা নিরপেক্ষতার পরিবেশকে ক্ষুণ্ণ করতে পারে।
তিনি আরও বলেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময়ই দেশ ও জাতির অগ্রগতি ও উন্নয়নে কাজ করেছে। আমরা জনগণের সেবক হয়ে দেশ পরিচালনা করতে চাই,”—যোগ করেন তিনি।
কর্মসূচিতে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

