আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগে জামায়াত আমিরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগে জামায়াত আমিরের অভিনন্দন
ফাইল ছবি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে জামায়াত আমির বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই দাবি অনেক পূর্ব থেকে আমরা করে আসছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন
Jamat

তিনি বলেন, যেকোন মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি। দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকাভূক্ত করতে হবে।

বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিলো তাদেরকেও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন