ফ্যাসিবাদের বিপরীতে সংস্কৃতি নির্মাণ করতে হবে: প্রফেসর আবদুল লতিফ মাসুম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২১: ১২
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৫

ফ্যাসিবাদের বিপরীতে আমাদের একটি সংস্কৃতি নির্মাণ করতে হবে বলে মন্তব্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম।

রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদী শাসনে নির্যাতিত লেখক-প্রকাশকদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিবাদের বিপরীতে আমাদের একটি সংস্কৃতি নির্মাণ করতে হবে। সেটি হলো বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি। এদেশের মানুষ যদি আসসালামু আ'লাইকুম বলে সালাম দেয় সেটিই হলো আমাদের সংস্কৃতি। কারও কাছ থেকে ধার করে আনা শুভ সকাল, শুভ বিকেল ও শুভ সন্ধ্যা আমাদের সংস্কৃতি নয়।

আমাদের সংস্কৃতি জিয়াউর রহমানের সংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শিখিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব, বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সৈনিকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার'। এই ২৪ এর গণঅভ্যুত্থানেও মানুষদের কেউ শিখিয়ে দেয়নি তাকবীর দিতে। কিন্তু মানুষেরা তাকবীর দিয়েছে৷ এটিই আমাদের সংস্কৃতি।

এসময় তিনি তার বক্তব্যে প্রকাশকদের উদ্দেশ্যে বলেন, আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে লালন করার জন্য এবং বিকাশের জন্য এর প্রচারে আপনাদের সর্বোচ্চ কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী লেখক সমিতির সভাপতি শাহিন রেজা বিএনপি ঘোষিত ৩১ দফা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন , সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিম আহমেদ, মো. মনিরুজ্জামান, শিহাব বাহাদুর, আবিদ আজম, ইকবাল হোসেন শামু, এস এম মহিউদ্দিন কলি, জগলুল হায়দার, মেহেদী হাসান পলাশ, আকলিমা নাজমা, শাওন আসগর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ প্রায় সবকিছু এখনও ভারতের হাতে ও ভারতীয় চরদের হাতে বলে মন্তব্য করে সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের হাত থেকে দেশকে রক্ষার আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত