এই সরকারের ম্যান্ডেট ছিল বিচার, সংস্কার ও নির্বাচন: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০১

ঐক্যমত্যের বিষয়গুলো এই সরকারের আমলেই বাস্তবায়ন করতে হবে। যাতে আগামী সরকার এর মাধ্যমেই পরিচালিত হয়। জুলাই সনদ ঘোষণা হয়েছে এবং ছয় মাস হয়ে গেছে। এই সরকারের তিনটি বিষয়ে ম্যান্ডেট ছিল। বিচার, সংস্কার ও নির্বাচন।

বৃহস্পতিবার বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড.আহমদ আবুল কাদের বলেন, জুলাই সনদ ঘোষণা হয়েছে এবং ছয় মাস হয়ে গেছে। এই সরকারের তিনটি বিষয়ে ম্যান্ডেট ছিল। বিচার, সংস্কার ও নির্বাচন। বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সংস্কার প্রস্তাবনা নিয়েছে কিন্তু বাস্তবায়নের কোনো পদ্ধতি এখনও ঘোষণা হয় নাই। এই সরকারের আমলেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে সংবিধানে সংযুক্ত করতে হবে। আগামী সরকার এই জুলাই সনদের মাধ্যমে গঠিত হতে হবে।  

তিনি আরো বলেন, আমরা জেনতেন কোন নির্বাচন চাই না। আমরা চাই এমন নির্বাচন যা সাধারণ জনগণ সুষ্ঠু সুন্দর ও নিরেপক্ষভাবে ভোট দিতে পারে। নির্বাচন নিয়ে সংশয় আছে, লেবেল প্লেংফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের নির্বাচন থেকে দূরে রাখতে হবে।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমী বলেন, একদল বলতেছে আমরা নাকি নির্বাচন পেছানোর জন্য কাজ করতেছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক আজিজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক ফয়সাল আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি খন্দকার সাইফুদ্দিন আহমদসহ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত