আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপির অবস্থান কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী

দূতাবাস আক্রান্ত হলে বর্হিশক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে

স্টাফ রিপোর্টার

দূতাবাস আক্রান্ত হলে বর্হিশক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে
ফাইল ছবি

সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বর্হিশক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে। জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যদি কোন দূতাবাস আক্রান্ত হয়, যদি কোনো সাবোটেজ কর্মকাণ্ড এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এ ধরনের কোন সুযোগ দিতে চাই না।

বিজ্ঞাপন

সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। আর ভারতমগ্ন ভাবে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না।

নাসীরুদ্দীন বলেন, যারা এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করতে চায়। দেশের জনগণকে বলবো অহিংস এবং গণতান্ত্রিক ভাবে রাজপথে নেমে আসুন, যারা সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপর হামলা করতে চায়, দূতাবাসে হামলা করতে চায়, তাদের নিভৃত করুন।

তিনি বলেন, আমাদের আবেগ আছে। কিন্তু একইভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের লজিক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে অনেক অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও ভাঙচুর নেতৃত্ব দিয়েছে। এনসিপি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়।

নাসীর বলেন, আমরা গণতান্ত্রিক এবং অহিংস্র রাজনীতির পক্ষে। সহিংস রাজনীতির বিপক্ষে। এই সময় এই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন শরীফ ওসমান হাদী। উনি গড়ার কাজ করেছেন। ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন। আপনি ছায়া নোটের বিরুদ্ধে নতুন কালচারাল সেন্টার গ্রুপ গড়ার কাজ করেছেন কিন্তু কখনো ছায়ানট ভাঙতে যাননি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জুলাই যোদ্ধা খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ভারতীয় আগ্রাসন রুখে দাও', হাদি- সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্লোগান দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন