আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার স্মরণে লেখকদের শোকসভা

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার স্মরণে লেখকদের শোকসভা

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে শোকার্ত লেখক সমাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এ শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভাপতিত্ব করেন লেখক-প্রকাশক সাঈদ বারী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন- কবি মাহমুদ শফিক, কবি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল, লেখক-গবেষক কালাম ফয়েজী, জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, কবি দেলোয়ার হাসান, সাংবাদিক মোহসীন আলী রাজু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, কলামিস্ট সালাহউদ্দিন আহমেদ রায়হান, লেখক -নির্মাতা দীপান্ত রায়হান, কবি রুদ্র অহম, গবেষক মাহাদী উল মোর্শেদ, গবেষক ফারহান আরিফ, প্রকাশক এসএম মহি উদ্দিন কলি প্রমুখ।

খালেদা জিয়া স্মরণে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনায় উঠে আসে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের নানা দিক।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের লেখকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছেন। ভিন্ন মতাবলম্বী লেখকদেরও রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছেন। যুগ যুগ ধরে তার উদার রাজনৈতিক চিন্তা আমাদের শক্তি যোগাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন