শিক্ষকদের দাবি অবিলম্বে মেনে নিন: অধ্যাপক মুজিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২১: ০১

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা শিক্ষার মেরুদণ্ড। সেই শিক্ষার মেরুদন্ডই যদি ঠিক না থাকে, তাহলে দেশের শিক্ষার বেহাল অবস্থা হবেই। তাই শিক্ষকদের দাবিগুলো অবিলম্বে মেনে নিন।

বিজ্ঞাপন

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন নেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. এম কোরবান আলীর সভাপতিত্বে সভায় শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণের জন্য জোরদাবি জানানো হয়। দাবিগুলো হলো-বাড়ি ভাড়া ৪৫-৫০% তবে সরকারি মহল যেহেতু ২০% এর কথা উল্লেখ করেছে সেহেতু আপাতত ২০% এর প্রজ্ঞাপনের বাস্তবায়ন চাই। চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা দিতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকার একটু আন্তরিক হলেই পারে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বোনাস শিক্ষকদের মৌলিক ও ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমরা সরকারি উচ্চ মহলেও কথা বলেছি। উপদেষ্টাদের সঙ্গে দুই বার কথা হয়েছে। আশাকরি খুব শিগগিরই শিক্ষকদের এ দাবি পূরণে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি কোনো তালবাহানা করা হয়, তাহলে আমরা বাধ্য হবো যেকোনো ধরণের কঠোর কর্মসূচি দিতে।

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাঙা দেড় হাজার টাকা দিতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি ড. সাখাওয়াত হোসাইন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত