আগামী জাতীয় নির্বাচনে নয়টি আসন থেকে প্রার্থী হচ্ছেন ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন—ইসলামী যুব আন্দোলনের শীর্ষ নেতারা। বুধবার যুব আন্দোলন থেকে জানানো হয়েছে, সম্প্রতি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাখার এসব প্রার্থীর নাম ঘোষণার পর থেকে তারা নিজ নিজ নির্বাচনি এলাকা, পাড়া-মহল্লায় তৎপরতা চালাচ্ছেন। প্রার্থীরা এলাকার প্রকৃত সংকট ও জনদুর্ভোগকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন।
ইসলামী আন্দোলন থেকে প্রার্থী হওয়া যুব আন্দোলন নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ গোপালগঞ্জ-৩, সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী চাঁদপুর-২, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক পটুয়াখালী-৩, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস. এম. আজিজুল হক মাদারীপুর-৩, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল ঝিনাইদহ-৪, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন যশোর-৪, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম জামালপুর-৩, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন গাইবান্ধা-৪ এবং কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও পাবনা জেলা পশ্চিমের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী পাবনা-৪।
সংশ্লিষ্টরা জানান, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নে ইসলামী যুব আন্দোলন দৃঢ় প্রত্যয় নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে। তারা তৃণমূলে ইসলাম ও দেশপ্রেমিক জনতার বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম।
এসআর

