আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার পদত্যাগ করলেন জবি ছাত্রদল নেতা পারভেজ

জবি সংবাদদাতা
এবার পদত্যাগ করলেন জবি ছাত্রদল নেতা পারভেজ
পারভেজ রানা প্রান্ত।

ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে এবং সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত।

শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণার পর সংগঠনটির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞাপন

পোস্টে প্রান্ত বলেন—‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই ৩ বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও লেখেন—‘সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। সংগঠনের পক্ষ থেকে মাঝে মাঝে পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে আমি মনে করি। আমি আশা করি ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ছাত্রবান্ধব ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।’

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান তার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তিনি আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপি-এনসিপির ভূমিকার কথাও উল্লেখ করেন। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে তিনি এ ঘোষণা দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন