আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

আমার দেশ অনলাইন

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত-এনসিপি জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনি হলফনামায় ৪০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। নিজেকে পেশায় মার্কেটিং কনসালটেন্ট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, নাসীরুদ্দীনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে কমিশন। ইসির ওয়েবসাইটে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রকাশিত হলফনামা অনুযায়ী, তার সম্পদের বড় অংশই অস্থাবর। জমি বা ভবনের মতো কোনো স্থাবর সম্পদ তার নেই।

বিজ্ঞাপন

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকে তার মোট প্রায় ১৮ হাজার টাকা জমা আছে। এছাড়া তার কাছে ১০ লাখ টাকার স্বর্ণ, ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৩০০ টাকা।

হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ লাখ টাকা। এর মধ্যে ১২ লাখ টাকার স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা, ব্যাংকে জমা ৬ লাখ ১৯ হাজার টাকার বেশি রয়েছে।

বর্তমানে ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের বাসিন্দা পাটওয়ারীর স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তিতে। তার বার্ষিক মোট আয় চার লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা। এর মধ্যে বর্তমান কনসালটেন্সি কাজ থেকে আয় দুই লাখ দুই হাজার টাকা এবং চাকরি থেকে আয় দুই লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা।

তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০১৩ সালে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল—একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং আরেকটি দণ্ডবিধির বিভিন্ন ধারায়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুনে তিনি উভয় মামলায় খালাস পান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন