আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রমিক দলের মে দিবসের সমাবেশে জনতার ঢল

স্টাফ রিপোর্টার

শ্রমিক দলের মে দিবসের সমাবেশে জনতার ঢল

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত হবে সমাবেশ।

বিজ্ঞাপন

সমাবেশে যোগ দিতে জনস্রোত ঢুকছে নয়াপল্টন এলাকায়। একের পর এক মিছিল ঢুকছে সমাবেশ স্থলে। লোকে লোকারণ্য হয়ে গেছে। তবে বৈশাখের বৃষ্টি বাধ সাধছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে নেতাকর্মীরা বিভিন্ন ভবন ও গেটে আশ্রয় নিয়েছেন। অনেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও স্লোগান দিচ্ছেন এবং সমাবেশ স্থলে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পূর্বে দেখা যায় বিএনপির নেতাকর্মীরা শোডাউন দিচ্ছে, অনেকের মাথায় লাল ক্যাপ, হাতে শ্রমিকদের বিভিন্ন ব্যানার, ফেস্টুন। কেউ কেউ শ্রমিক সাজে সজ্জিত হয়ে এসেছেন হাতে কাস্তে, ধানের শীষ নিয়ে।

নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সমাবেশকে ঘিরে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে মোড়ে ও সাদা পোশাকে অবস্থান নিয়েছে।

শ্রমিক সমাবেশ হলেও ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবিতে দলীয় শক্তি প্রদর্শন করতে যাচ্ছে বিএনপি। সমাবেশে লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থকদের সমাবেত করার লক্ষ্য। শক্ত অবস্থান জানান দিয়েও করবে শো-ডাউন। সমাবেশ কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি । কেন্দ্র থেকে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে ।

ইতোমধ্যে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, মাইক টাঙ্গানো হয়েছে। ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে।

বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় বিএনপির সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ রাজধানীর আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন