আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম

বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, নির্বাচনি প্রচারণা করা হচ্ছে। কম্বল বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) এসব দেখেও না দেখার ভান করছে বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা প্রচারণা করছে, যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। আইন শুধু একজনের জন্য হবে, আরেকজনের জন্য ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হচ্ছে। যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে, কিন্তু ইলেকশন কমিশন সে প্রয়োগ করছে না। এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ সব বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...