সিরাজগঞ্জ-৪ আসন উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেছে। সরকারি আকবর আলী কলেজ মাঠের এক তৃতীয়াংশ জুড়ে নারীদের অবস্থান নিতে দেখা যায়।
শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে দশ দলীয় ঐক্য জোট কর্তৃক নির্বাচনি সমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচনি জনসমাবেশে নারীদের এ ব্যাপক উপস্থিতি দেখা যায়। মহিলা জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ নারীরাও এ সমাবেশে অংশগ্রহণ করেছে।
আফরোজা পারভীন নামের একজন নারী আমার দেশকে বলেন, আমরা আজকে জামায়াতের এ সমাবেশে এসেছি নতুন বাংলাদেশ গড়ার আশায়। জামায়াতের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের একটা ভোট কেন্দ্রের এজেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া এই নারী আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। রাস্তাঘাটে নারীরা নির্ভয়ে চলাচল করবে। নারীরা নিরাপত্তার সাথে ঘরে বা বাহিরে কাজ করার সুযোগ পাবে বলেও তিনি প্রত্যাশা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

