সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত বর্তমান সংবিধানই অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার দুপুরে রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, দেশে ৩০০ আসনে গডফাদার আছে। ভালো কোনও সংসদ সদস্য সিস্টেমের মধ্যে দিয়ে আসেন না। তাই তাদের কাছে কখনও সিজদা দেবেন না। নিরাপত্তা বা রাজনীতির নামে একবার বিক্রি হয়ে গেলে সারাজীবন গোলামি করতে হবে। কোনও রাজনৈতিক দলের কাছেও নিজেদের বিকিয়ে দেবেন না।
তিনি বলেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়েই নিজেদের অধিকার বুঝে নিতে হবে। কারণ, রাষ্ট্রের অংশ আপনি, আপনিও কর দেন—তাই রাষ্ট্রের কাছে জবাব চাইবার অধিকার আপনার আছে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়নের জন্য আদেশ জারি করতে হবে। সেই আদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই থাকা প্রয়োজন। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, দেশও সংকটে পড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

